বরিশালে পেশাদার বিবাহবাজ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ৩রা অক্টোবর ২০২১ ০৬:৩১ অপরাহ্ন
বরিশালে পেশাদার বিবাহবাজ প্রতারক আটক

বরিশালে পেশাদার বহু বিবাহবাজ এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আটক রুপচাঁদ সরদার (৩৫) পাবনার বেড়া উপজেলার কাপাসকান্দা গ্রামের ছবেদ সরদারের ছেলে। রবিবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার এয়ারপোর্ট থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন গনপাড়াস্থ চহঠা গ্রামের বাসিন্দা হাসি বেগম (ছদ্মনাম)কে প্রতারনামূলক বিয়ের মাধ্যমে বিভিন্ন সময় ধর্ষন করে এবং চাকুরীর প্রলোভন দেখিয়ে নগদ ৮ লাখ টাকা ও সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় রুপচাদঁ সরদার। এ বিষয়ে গত ১ অক্টোবর এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলা নং ০২/২৩১। 


মামলা দায়ের হলে পুলিশ প্রতারক রুপচাঁদ সরদারকে তার নিজবাড়ী পাবনা জেলার কাপাসকান্দা গ্রাম থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রতারনার মাধ্যমে আতœসাৎকৃত নগদ ২ লাখ টাকা, ২ টি স্বর্নের চেইন, ১ টি স্বর্নের আংটি, ১ জোড়া কানবালা সহ মোট প্রায় ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।


এ সময় তিনি আরও জানান, রুপচাঁদ সরদারকে জিজ্ঞাসাবাদ কালে তার কাছ থেকে এ ছাড়াও আরও ১০/১২ জনের সাথে বিবাহের তথ্য পাওয়া গেছে। সে বিভিন্ন নাম্বারে ফোন করে মহিলাদেরকে টার্গেট করে তাদেরকে চাকুরী সহ নানা প্রলোভন দেখিয়ে প্রতারনা করতো। যখনি কোন মহিলা তার প্রতারনার ফাঁদে পরতো তখন তাকে ভুয়া নাম ঠিকানা ব্যাবহার করে বিয়ে করে টাকা পয়সা ও স্বর্ণালংকার আতœসাৎ করে লাপাত্তা হয়ে যেত। 


দেশের বিভিন্ন জেলায় ভুয়া বিবাহ করে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে যে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে এগুলো সেই টাকা বলে দাবী করেন পুলিশ। বাকী টাকা ও স্বর্ণালংকার সে খরচ ও বিক্রি করে ফেলেছে। আটক রুপচাঁদ সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।