দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর মুর্যাল স্থাপন, বঙ্গবন্ধু কর্নারের আধুনিকায়নসহ বিভিন্ন কাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু মুর্যাল তৈরী না করে সেই টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে বাথরুম, সংস্কার হয়েছে ইলেকট্রিক্যাল সাব-স্টেশন। শুধু তাই নয়, ভুয়া বিল তৈরি, ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে টাকা তোলাসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. আইনুল হকের বিরুদ্ধে। ৩৩টি খাতে দুর্নীতি তুলে ধরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগও করেছেন, প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা।
এমনকি অধ্যক্ষের সাথে দ্বিমত পোষণ করলেই শাস্তি পেতে হয় বলে অভিযোগ কর্মকর্তা-কর্মচারীদের। এছাড়া শিক্ষার্থী ভর্তিতেও রয়েছে অনিয়মের অভিযোগ। যদিও সব অভিযোগ ভিত্তিহীন দাবি দিনাজপুর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হকের।
এদিকে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পেয়ে, এরই মধ্যে আইনুল হককে সাময়িক বরখাস্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।