লালপুরে ৬ কেজি গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৮ই সেপ্টেম্বর ২০২১ ০৬:২০ অপরাহ্ন
লালপুরে ৬ কেজি গাঁজাসহ আটক-১

নাটোরের লালপুরে ৬ কেজি গাঁজাসহ সাজবুল (৩৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। জব্দকৃত গাঁজার  মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডেবরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজিসহ তাঁকে আটক করা হয়। 


এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটককৃত সাজবুল কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্দি গ্রামের আবুল কাশেমের ছেলে ।


লালপুর থানার ওসি ফজলুর রহমান আটককের সত্যতা নিশ্চিত করে জানান,‘গোপান সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ডেবরপাড়া গ্রামে থানা পুলিশ  অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এসময় তাঁর কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় তার সঙ্গে থাকা দুইজন দৌলতপুরের সোনাতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুল (৪০) ও লালপুরের করিমপুর গ্রামের জাবেদ আলীর ছেলে সিদ্দিক (৩২) পালিয়ে যান। 


পলাতকদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে। আটককৃত সাজবুলের নামে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।