https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

করোনাকালীন প্রনোদনার অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ২:৩২

শেয়ার করুনঃ
করোনাকালীন প্রনোদনার অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

কাউখালীতে করোনা কালীন প্রনোদনার অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে। তালিকায় বৈষম্য ও বিত্তবান ব্যবসায়ীদের নাম থাকায় জনপ্রতিনিধিদের ক্ষোভ প্রতিবাদের কারণে প্রণোদনার চেক বিতরণ  কার্যক্রম প্রশাসন স্থগিত করেছেন।

গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা হলরুমে পল্লী উন্নয়ন বোর্ডেও উদ্যোগে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের চেক বিতরণ অনুষ্ঠান শুরু হলে মিটিংয়ে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানরা তালিকায় জাতীগত বৈশম্য অনিয়মের কঠোর প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে উপজেলা প্রশাসন বুধবার চেক বিতরণ সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করলে গতকাল বৃহস্পতিবার আবার চেক বিতরণ কার্যক্রম শুরু হলে জনপ্রতিনিধি, বঞ্চিত ব্যবসায়ীরা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে তালিকাটি সমন্বয় করার দাবি জানালে প্রশাসন চেক বিতরণ কার্যক্রম আবারো স্থগিত করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চেয়ারম্যানরা অভিযোগ করেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রণোদনা বঞ্চিত হয়েছেন অথচ সচ্ছলও বিত্তবানদের নামে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এতে বঞ্চিত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

জানা গেছে কাউখালী পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক করোনাকালীন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারী বিশেষ প্রনোদনার অর্থের তালিকায় রয়েছেন সচ্ছল  ও বিত্তবান ব্যবসায়ীরা। প্রনোদনার অর্থ যেখানে পাওয়ার কথা ক্ষুদ্র ব্যবসায়ী ও সমবায়ী সদস্যদের অগ্রাধীকার ভিত্তিতে অথচ তাদেরকে না দিয়ে বিত্তবান ব্যবসায়ীদের দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে বঞ্চিত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও সমবায়ীরা। উপজেলার ৫হাজার সমবায়ী সদস্যের অনেক সদস্যই ক্ষুদ্র ব্যবসায়ী। এসকল ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনার আঘাতে নিঃস্ব হয়ে অনেকেই পথে বসেছেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অভিযোগ উঠেছে ২১জন ক্ষুদ্র ব্যবসায়ী দেখিয়ে ৩৯লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। এদের নামে ১ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যাদের নামে ক্ষুদ্র ব্যবসা দেখিয়ে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এদের মধ্যে অনেকেই উপজেলার প্রথম শ্রেণীর বিত্তবান বড় ব্যবসায়ী। এমনকি খোদ পল্লী উন্নয়ন বোর্ডের ইউসিসি লিঃ এর সভাপতি উপজেলার প্রথম শ্রেণীর ঠিকাদার ও ব্যবসায়ী হারুণ খানের নামেও ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ব্যপারে বিআরডিপি সভাপতি মোঃ হারুন অর রশিদ খান জানান, প্রনোদনার অর্থের তালিকা তাকে না জানিয়েই তৈরি করেছে। 

বিআরডিবি কর্মকর্তা নমিতা রানী জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে তালিকা তৈরি করা হয়েছে এবং বিআরডিবির ডিজি প্রিয় লাল কুন্ডুর বাবার অনুরোধে তালিকা তৈরি করা হয়েছিল। যে কারণে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সম্ভব হয় নাই। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন বলেন, করোনাকালীন এই সময় অধিকাংশ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু বিআরডিবি কর্মকর্তা যে তালিকা করেছে তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কারো সাথে সমন্বয় না করে নিজেদের মত করে নাম অন্তর্ভূক্ত করেছে। এতে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী তারা বঞ্চিত হয়েছে। যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে ছোট ছোট থোক করে বহু ব্যবসায়ীকে দেয়া যেত। জনপ্রতিনিধিদের ক্ষোভের কারণে উপজেলা প্রশাসন সাময়িকভাবে চেক বিতরণ স্থগিত ঘোষণা করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বিয়ে নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের বিষয়ে বাগবিতণ্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। শনিবার দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হাতিয়া থানায় হত্যার মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ছোট ভাই মো. সাকিব (২৪)

চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার

চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ থানার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা পরবর্তী হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নাজিম উদ্দিনকে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। আরজু আক্তার তার মায়ের খালাত

শাহপরীরদ্বীপে ৫০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

শাহপরীরদ্বীপে ৫০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকায় গভীর সমুদ্র থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাব-১৫ এর যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে বড় ধরনের মাদক চালান আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫

বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর হুমকি, শ্রমিক দল নেতা গ্রেফতার

বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর হুমকি, শ্রমিক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকায় এক মৎস্য ব্যবসায়ীকে মারধর, টাকা লুট ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গত ১৬ মার্চ মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মশিউর

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ, গ্রেপ্তার ৭২

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ, গ্রেপ্তার ৭২

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এসময় দোকানপাট ভাঙচুর ও হামলার ঘটনায় সারাদেশ থেকে অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার