সাভারের আশুলিয়া রতন হোসেন মোতালেব (৩১) নামের এক যুবককে মাইক্রোবাসে তুলে অপহরণ করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
শনিবার (৩১ জুলাই) দুপুরে সাভার থানায় এই অভিযোগ করেন ভুক্তভোগী রতনের স্ত্রী সুলতানা পারভীন।
এরআগে, শুক্রবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার কলমা এলাকার ভাড়া বাসার সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় রতনকে।
রতন হোসেন মোতালেব ঢাকার ধামরাইয়ের মাকুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার শ্রমিকদের নিয়ে কাজ করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সেদিন রাত ৯টার দিকে রতনের কলমার বাসার সামনে ইটের সড়কের উপর দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস থেকে ৪-৫ জন ব্যক্তির বের হয়ে সেই মাইক্রোবাসে জোরপূর্বক সাভারের পথে তুলে নিয়ে যাওয়া হয় রতনকে৷
তারপর থেকে ভুক্তভোগীর মুঠোফোনের নম্বরগুলোতে যোগাযোগ করা হলেও সব বন্ধ পাওয়া গেছে। পরে খুঁজাখুজির এক পর্যায়ে আজ সকালে আশুলিয়ার গৌরিপুর এলাকায় রাজু আহমেদের বাড়িতে তার সন্ধান পাওয়া যায়। সেখানে তাকে আটক করে রাখা হয়েছে৷।
বিষয়টি নিয়ে রাজু গ্রুপরের চেয়ারম্যান রাজু আহমেদের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এ বিষয়ের সত্যতা চেয়ে একটি খুদে বার্তা পাঠানো হলে তিনি জানান, রতন এখন পুলিশ ক্যম্পে আছে৷ গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম। আজ শুনলাম এই ঘটনা পুলিশের সাহায্য নিয়ে কাজ চলতেছে৷ আশা করি এক ঘন্টার ভেতর রতের খোঁজ পাওয়া যাবে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল্লাহ বলেন, আমরা অভিযোগে পেয়ে সেই ব্যক্তিকে উদ্ধারে বের হয়েছি। বাকিটা পরে জানাতে পারবো৷
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।