প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ২:৪৩
রাজবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র, ৬রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ মোঃ ফজলু শেখ (৪৩) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৩৫) নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করা হয়।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে মো. ফজলু শেখ (৪৩) ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মৃত আলী শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫)।
গ্রেফতারকৃতরা সংঘবন্ধ হয়ে পদ্মা নদীর চরাঞ্চলে বসে চাঁদা উত্তোলন ও ডাকাতি করার পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেলেন।