প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৭:৪৬
রাজশাহী গোদাগাড়ির কাঁকনহাট এলাকার ললিতনগরে পেশাদার চোর ও ধর্ষণ মামলার সন্দেহভাজন আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন। উপজেলার ললিতনগর এলাকায় বৃহস্পতিবার (২৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ধর্ষণের দিনে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী গোদাগাড়ীর কাঁকনহাট এলাকার ললিতনগর মোড়ে পুলিশের কর্তব্যরত একটি দলের ওপর হঠাৎ একদল সন্ত্রাসী অতর্কিত গুলি চালায়, গুলিটি পুলিশের গাড়িতে লাগে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় এলাকাবাসী জানায় তার নাম শামীম বাড়ী কাঁকনহাট ললিতনগর এর করটিয়া। সে এলাকার একজন চিহ্নিত পেশাদার চোর।
ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম আরও বলেন, কিছুদিন আগে ওই এলাকায় একটি ধর্ষণে ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে এবং সেখান থেকে একটি মোবাইল চুরি হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ রাখা হয়েছে।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১