https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা হবে: পিবিআই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২১, ১২:১২

শেয়ার করুনঃ
বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা হবে: পিবিআই
পাঁচ বছর আগে চট্টগ্রামে মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


বুধবার (১২ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।


এর আগে মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হেফাজতে রেখেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


মঙ্গলবার (১১ মে) রাতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে হেফাজতে নেওয়া হয়।


২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। তিনি সে সময়ের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী ছিলেন।


ঘটনার সময় পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। এর কিছুদিন পর বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন মিতু হত্যাকাণ্ডের জন্য বাবুলকে দায়ী করেন।


প্রথম দিকে মামলাটি ডিবি তদন্ত করলেও ২০২০ সাল থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুরে চোলাই মদের বড় চালান জব্দ, নদীতে ধ্বংস

বিরামপুরে চোলাই মদের বড় চালান জব্দ, নদীতে ধ্বংস

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় ঘরের ভেতর ও আঙিনায় সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত ও চোলাই মদ উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার চোলাই মদ ও কাঁচামাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

বিয়ে নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বিয়ে নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের বিষয়ে বাগবিতণ্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। শনিবার দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হাতিয়া থানায় হত্যার মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ছোট ভাই মো. সাকিব (২৪)

চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার

চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ থানার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা পরবর্তী হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নাজিম উদ্দিনকে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। আরজু আক্তার তার মায়ের খালাত

শাহপরীরদ্বীপে ৫০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

শাহপরীরদ্বীপে ৫০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকায় গভীর সমুদ্র থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাব-১৫ এর যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে বড় ধরনের মাদক চালান আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫

বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর হুমকি, শ্রমিক দল নেতা গ্রেফতার

বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর হুমকি, শ্রমিক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকায় এক মৎস্য ব্যবসায়ীকে মারধর, টাকা লুট ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গত ১৬ মার্চ মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মশিউর