প্রকাশ: ৯ অক্টোবর ২০২০, ১৭:৩
ফের আরও একটা ম্যাচে হার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৯ রানে হারে কিংস ইলেভেন পঞ্জাব। রানের পাহাড়ে চাপা পড়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করল কিংস ইলেভেন পাঞ্জাব।ওয়ার্নারদের ছুঁড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩২ রানেই গুটিয়ে গেল কেএল রাহুলদের ইনিংস। বড় রান তাড়া করতে নেমে নিকোলাস পুরান (৭৭) ছাড়া সেই অর্থে কেউ ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না পঞ্জাবের কোনও ব্যাটসম্যানই। ফল যা হওয়ার তাই হল। ৬৯ রানে হেরে টানা চতুর্থ ম্যাচে পরাজিত হয়ে লিগ টেবিলের একেবারে শেষেই রইল পাঞ্জাব।
গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে চতুর্থ উইকেটে তার ৪৭ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখেছিল কিংস ইলেভেন। কিন্তু তরুণ প্রিয়ম গর্গের দুরন্ত ফিল্ডিংয়ে ম্যাক্সওয়েল (৭) রান আউট হতেই কার্যত সব আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের। অর্ধশতরান পূর্ণ করে পুরান একা লড়াই চালালেও তাকে সঙ্গ দেওয়ার আর কেউ ছিলেন না। এদিকে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিতে থাকেন রশিদ খান, খলিল আহমেদ, নটরাজনরা। ৩৭ বলে ৭৭ রান করে (৫টি চার এবং ৭টি ছয়) ১৫তম ওভারে রশিদ খানের শিকার হন পুরান।