করোনাভাইরাস সঙ্কটে দেশের ক্রিকেটাঙ্গন এখন স্থবির। মাঠে খেলা না থাকায় আর্থিক কষ্টে আছেন টিম বয় ও ম্যাসাজম্যানরা। বিভিন্ন দল ও ক্লাবের এমন ৫০ জন টিম বয় ও ম্যাসাজম্যানদের প্রতি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসনে আছেন সাকিব আল হাসান। যে কারণে দেশের ক্রিকেটের এই পঞ্চপাণ্ডবের এক সঙ্গে কোনো কাজ করা হয় না অনেক দিন হলো। অবশেষে সঙ্কটময় করোনা পরিস্থিতি তাদের এক করে দিয়েছে।
অভিজ্ঞ এই পাঁচ সিনিয়র টাইগার ক্রিকেটারের প্রত্যেকে এক লাখ টাকা করে সহায়তা দিবেন। সে হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে থাকা টিম বয় ও ম্যাসাজম্যানরা সবাই মিলে পাচ্ছেন ৫ লাখ টাকা। খবরটি নিশ্চিত করেছেন প্রাইম ব্যাংকের টিম বয় মোহাম্মদ দেলোয়ার।
জাতীয় দলের এই পাঁচ সিনিয়র ক্রিকেটার অবশ্য অনেক আগে থেকেই দলীয় ও এককভাবে করোনা যুদ্ধে লড়ে যাচ্ছেন।