প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১:৫৮
মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। সব তারকারাই ঘরে বসে কেউ বা আবার সমাজ সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন। ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়ায় অযাচিত এই অবসরটা বেশ ভালোই কাটাচ্ছেন অনেকেই। খেলা বন্ধ থাকায় বিশ্রামে আম্পায়াররাও। তবে লকডাউনের কারণে গৃহবন্দী অবস্থায় বেশ ঝামেলায় আছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী।
১৬ মার্চ এলিট প্যানেলের এই ভারতীয় আম্পায়ার এক সপ্তাহের ছুটিতে নিজের পৈতৃক বাড়ি উত্তর প্রদেশের শামলি জেলায় ডানগ্রোল গ্রামে গিয়েছিলেন। কিন্তু ভারত সরকারের ঘোষিত লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন তিনি। ভোগান্তি তার এখানেই শেষ হয়ে যায়নি। অনিলের বাড়ির এলাকায় মোবাইলের সংযোগও ঠিকমতো পাওয়া যায়না। ফলে কথা বলতে গাছে উঠতে হয় এই ভারতীয় আম্পায়ারকে।