প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৯
“নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন”— জনপ্রিয় ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর জবাবে আরেক বক্তা গিয়াস উদ্দিন তাহেরি তাকে “বেয়াদবিতে সেরা” বলে মন্তব্য করেছেন।