এক হাফসেঞ্চুরিতে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে ‘সৌম্য’
গত পরশু জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির যে তালিকা বিসিবি প্রকাশ করেছিল সেখানে নাম ছিল না সৌম্য সরকারের। বিষয়টি নিয়ে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এটা স্রেফ টাইপিং ভুল। যতদ্রুত সম্ভব আমরা ওর নাম অন্তর্ভুক্ত করছি।’ মিথ্যে আশ্বাস দেননি নান্নু। একদিন বাদেই ক্যাটাগরিসহ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির যে তালিকা বিসিবি পাঠিয়েছে সেখানে জায়গা করে নিয়েছেন সৌম্য। শুধু তাই নয়, তাকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি ‘এ’ প্লাসে।
তিনি ছাড়া এই ক্যাটাগরিতে আছেন আর মাত্র তিন ক্রিকেটার। তারা হলেন; মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সৌম্য সরকারকে শুধুই সাদা বলের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। আর তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের সংখ্যা ১৬ থেকে বেড়ে গিয়ে দাঁড়াল ১৭তে।
এদিকে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে কেবল মুমিনুল হককে।
‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার; লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন; সাইফ উদ্দিন ও মোহাম্মদ মিঠুন। মোহাম্মদ সাইফউদ্দিনকে শুধুই সাদা বলের ক্রিকেটের জন্য চুক্তিতে রাখা হয়েছে। কিন্তু মোহাম্মদ মিঠুন লাল-সাদা দুই বলের জন্যই চুক্তিতে আবদ্ধ হয়েছে। সাদা বলের ক্রিকেটে তিনি ‘সি’ ক্যাটাগরিতে খেললেও লাল বলে তিনি খেলবেন ‘ডি’ ক্যাটাগরিতে।
‘ডি’ ক্যাটাগরিতে থাকা অন্যান্যরা হলেন; নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, আফিফ হোসেন ও নাইমে শেখ।
কেন্দ্রীয় চুক্তির ১৬ ক্রিকেটারকে তিন ফর্মেটের ক্রিকেটে লাল বল ও সাদা বলের ভিত্তিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। যেখানে শুধুই লাল বলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন; মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।
লাল-সাদা দুই বলের জন্যই চুক্তি আছেন; তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।
আর শুধুই সাদা বলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।