নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে গত শুক্রবার শুরু হয় তিন দিনের বিশ্ব ইজতেমা। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। ইজতেমায় অংশ নিয়েছেন সাকিব আল হাসানসহ কয়েকজন ক্রিকেটার। তারা বিদেশি নিবাসে অবস্থান নিয়ে শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন।
ইজতেমা ময়দানে এখন রয়েছেন সাকিব আল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম ও শাহরিয়ার নাফীস। সাকিবদের সঙ্গে মুশফিকুর রহিমও ইজতেমা ময়দানে গিয়েছিলেন। তবে জরুরি কাজ থাকায় তিনি বাসায় ফিরে আসেন।
বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজ) শূরা সদস্য ও মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, শনিবার রাতে বিশ্ব ইজতেমা ময়দানে পৌঁছান ক্রিকেটাররা। তারা বিদেশি তাঁবুতে অবস্থান করছেন। আজ ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। এর আগে প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।