
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ৩:১২
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে খেলতে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। মুশফিকুর রহীমের দল খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলবেন তিনি।
আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি। এরপর যোগ দিয়েছেন দলের সঙ্গে। সিলেট পর্ব দিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে এ অভিজ্ঞ তারকার।
সাধারণত টেস্ট ও ওয়ানডের জন্য বিশেষ পরিচিতি হলেও, টি-টোয়েন্টি ক্রিকেটেও কম যাননি আমলা। বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১২৬ স্ট্রাইকরেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।
চলতি বিপিএলে এখনও পর্যন্ত দারুণ খেলছে খুলনা। সাত ম্যাচ খেলে তারা জিতেছে ৫টিতে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৩ জানুয়ারি, সিলেটে। প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ঢাকা প্লাটুন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব