রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদকবিরোধী অভিযার অংশ হিসেবে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে মোসাঃ রোজিনা আক্তার মেনু (৩০) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী বাসযাত্রী রোজিনার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোজিনা আক্তার কুষ্টিয়া জেলার খোকসা থানার সাত পাখিয়া আবাসন প্রকল্প এলাকার মোঃ নাদের মল্লিকের মেয়ে। চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে তার কাছে লুকানো ফেনসিডিল উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের ঢাকা-খুলনা মহাসড়কের চেকপোস্টে রোজিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি শেষে তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রোজিনাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত রোজিনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।