
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ২৩:৫৩

এক ঝড় না কাটতেই আরেক ঝড়ের কবলে বাংলাদেশের ক্রিকেট। এবার কাঠগড়ায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বোর্ডের নিয়মের বাইরে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করায় সাকিবের ওপর খেপেছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, বোর্ড লিগ্যাল অ্যাকশনে যাবে। গ্রামীণফোনের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজেই সেটি জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু আগেভাগে জানাননি বোর্ডকে। বোর্ডের অনুমোদন ছাড়া যে কোনো ক্রিকেটারের বিজ্ঞাপন বা নতুন কোনো চুক্তিতে রয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটারদের বলে দেয়া আছে, টিম স্পন্সরদের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যাওয়া যাবে না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব