
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ মিঠুনের ৮৪ রানের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে ১৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে সিলেট থান্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান স্কোরবোর্ডে জমা করে দলটি। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর শেরে-এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিত। ইনজুরির কারণে এ ম্যাচে নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব