বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মোকাবেলা করছে রংপুর রেঞ্জার্স।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল চট্টগ্রাম। তবে পরের ম্যাচেই খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে তারা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক ম্যাচে হারের দুঃখ গোছাতে চাইবে চট্টগ্রাম।চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মাহমুদুল্লাহ। তার পরিবর্তে দল সামলেছেন ক্যারিবীয় ক্রিকেটার রায়াদ এমরিট।
অন্যদিকে এখন পর্যন্ত ১টি ম্যাচই খেলেছে রংপুর। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ১০৫ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। যার ফলে দুই দলের জন্যই জয়ে ফেরার মিশন এই ম্যাচটি।