বিপিএল দিয়ে মাঠে ফিরছেন মাশরাফি ও তামিম

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ১২:০৬ অপরাহ্ন
বিপিএল দিয়ে মাঠে ফিরছেন মাশরাফি ও তামিম

বিপিএল দিয়ে আবারো মাঠে ফিরছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। বঙ্গবন্ধু বিপিএলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে মাশরাফির দল ঢাকা প্লাটুন। দীর্ঘ দিন খেলার মধ্যে না থাকলেও, মাঠে ঠিকেই পারফর্ম করবেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বাস এনামুল হক বিজয়ের। অপরদিকে দেশি-বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়া রাজশাহী, শুরুটা ভাল করতে চাই।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। গেলো আসরের সতীর্থ রাইলি রুশো, এবার খেলবেন মাশরাফির প্রতিপক্ষ হয়ে। বিশ্বকাপের পর আবারো চেনা মঞ্চে ১৬ কোটি মানুষের হার্টবিট মাশরাফি। কেটে গেছে প্রায় ৫টি মাস।ক্রিকেট থেকে দূরে থাকলেও, নিজেকে ফিট রেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ম্যাশ। সতীর্থ তামিমও ফিরছেন লম্বা বিরতির পর। তাই আগ্রহটা সবার তাদের নিয়েই।

এ প্রসঙ্গে এনামুল হক বিজয় বলেন, মাশরাফি ভাইয়ের সব বল জায়গা মতই পরছে।এটা দারুণ ব্যাপার।তামিম ভাইয়ের ব্যাটিং দেখেও মনে হলো রানের মধ্যেই আছে। তারকাবহুল দল ঘেরা ঢাকা প্লাটুন। মুমিনুল -আরিফুলের সঙ্গে আছেন আফ্রিদি -থিসারা। কাগজে কলমে হট ফেভারিট ধরা হচ্ছে তাদেরকেই। এতে চাপ না, বরং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ঢাকা। এনামুল হক বিজয় আরও বলেন, গতবারের অনেক প্লেয়ারই এ টিম আছে। এ কাড়ণে আমাদের বন্ডিংটাও বেশ ভালো। বিশ্ব ক্রিকেটে এখন টি-টোয়েন্টির জোয়ার। স্বল্প সময়ের খেলা হওয়ায় মানিয়ে নেয়ার সুযোগটাও কম থাকে এখানে।

সম্পত্তি নেপাল থেকে এসএ গেমসে স্বর্ণ জয় করে দেশে ফরে বিশ্রামের সুযোগ পান নি, মাঠে নেমে গেছেন আফিফ-আফ্রিদিরা। ঢাকার মত রাজশাহীকেও ধরা হচ্ছে ব্যালেন্সড দল। দলে আছেম টি-টোয়েন্টির বড় তারকা আন্দ্রে রাসেল। যার অধিনায়কত্বে খেলতে রোমাঞ্চিত আফিফ। আফিফ হোসেন বলেন, শুরুটা ভালো করতে হবে আমাদের। আশা করছি প্রথম ম্যাচে শুরুটা আমাদের ভালোই হবে। আমাদের দলটাও বেশ ভালো। এমন একজন অধিনায়ক পেয়েও নিজেদের লাকি মনে হচ্ছে।অনেক কিছুই শেখার আছে আমাদের তার কাছ থেকে।

ইনিউজ ৭১/এম.আর