হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধরে রক্তাক্ত নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকে উল্টো ৫ হাজার টাকা জরিমানা করেছে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট। বুধবার রাতে মোবাইল কোর্টে এই অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ান ১৯৮০ দণ্ডবিধির ১৮৯ ধারায় এই জরিমানা করেন। অভিযোগ করা হয়, সাঈদ উদ্দিন সরকারি কর্মচারীর ওপর হুমকি ও কর্তব্য পালনে বাধা সৃষ্টি করেছেন। এই ধারা অনুযায়ী দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।
ঘটনার সূত্রপাত বুধবার রাত সোয়া ৯টার দিকে। নরওয়ে থেকে আসা সাঈদ উদ্দিন বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার সময় এক এভসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। উত্তেজিত হয়ে তিনি ওই কর্মীকে ধাক্কা দেন বলে অভিযোগ। এর পরপরই এভসেক ও আনসার সদস্যরা তাকে কনকর্স হলের দিকে নিয়ে গিয়ে মারধর করেন। এ সময় সাত থেকে আট জন মিলে তাকে এমনভাবে মারধর করেন যে তার মাথা-মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে এভসেক সদস্যরা সাঈদ উদ্দিন ও তার আত্মীয়দের আবারও বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। পরে গভীর রাতে মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তারপরে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের আচরণ ও মোবাইল কোর্টের এই রায় নিয়ে। ভুক্তভোগী প্রবাসীর অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।