টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। আটককৃত ব্যক্তির নাম আয়াত উল্লাহ (২৪), তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আবুল বাশারের ছেলে। মঙ্গলবার রাতে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।  


র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুরাতন হ্নীলা বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি ইয়াবা মজুত করেছে। মঙ্গলবার সকালে র‌্যাবের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে আয়াত উল্লাহকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। তার আরও দুই সহযোগী পালিয়ে যায়।  


আটক আয়াত উল্লাহর হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আয়াত উল্লাহ জানান, পলাতক সহযোগীদের সঙ্গে মিলে এই ইয়াবা মজুত করা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। উদ্ধারকৃত মাদক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  


মাদকের অপব্যবহার রোধে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়েছে র‌্যাব। মাদক চক্রের বিরুদ্ধে যেকোনো তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।