টানা দুই দিন বৃষ্টি , তাপমাত্রা বাড়ার পূর্বাভাস !

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন
টানা দুই দিন বৃষ্টি , তাপমাত্রা বাড়ার পূর্বাভাস !

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


রোববার (৫ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা বিমান চলাচল, সড়ক ও নৌপরিবহনে সাময়িক ব্যাঘাত ঘটাতে পারে।


সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।


মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদীপথে নৌযান চলাচল এবং সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, এই সময় কুয়াশার ঘনত্ব বেশি হলে যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিমানবন্দরগুলোতেও ফ্লাইট পরিচালনায় সমস্যা হতে পারে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীতকালীন আবহাওয়ার এই পরিবর্তন মূলত মৌসুমী বায়ুর প্রভাবের কারণে হচ্ছে। পরবর্তী সপ্তাহগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা বাড়তে পারে।


দেশজুড়ে শীতের প্রভাব কিছুটা কমলেও উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমে যাওয়ার ফলে শীতের তীব্রতা বজায় থাকবে।