ঝালকাঠিতে ৭৭৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ ১২:১২ অপরাহ্ন
ঝালকাঠিতে ৭৭৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে ৭৭৬ পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওটা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি ডিবি পুলিশের ওসি মো. সেলিম উদ্দিন।


গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি পৌরসভার মৃত মানিক মল্লিকের ছেলে লিটন মল্লিক (৫১) এবং তার স্ত্রী বেগম (৩৬)। তারা ঝালকাঠি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। 


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এই দম্পতিকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ৭৭৬ পিস। 


ডিবি পুলিশের ওসি সেলিম উদ্দিন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, এই অপারেশনের মাধ্যমে মাদক চোরাচালান ও অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরালো করা হচ্ছে। 


এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হলেও পুলিশ প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ যে, মাদকদ্রব্য পাচার ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।