হেরে যাওয়ায় বাংলাদেশকে মারতে আসে ভারতীয়রা!
খেলায় হার-জিত থাকবেই, তাই বলে মারতে যাওয়া! নি:সন্দেহে বিষয়টা কারো ভালো লাগার কথা না। তবে রোববার (৯ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে এমনি অখেলোয়াড়সুলভ আচরণ করলেন ভারতের যুব ক্রিকেটাররা।
ঘটনাটি ম্যাচের পরের। বাংলাদেশ যখন জয়োল্লাস করছে তখন এক পাশ থেকে চেয়ে চেয়ে দেখছে ভারত। তবে উল্লাস থামিয়ে এক পর্যায়ে আকবর-শামিমরা করমর্দন করতে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। তখনই শুরু হয় ঝামেলা।
কয়েকজন মেজাজ হারিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়া হয়। কেউ কেউ মারার চেষ্টাও করেন। একটা সময় বাংলাদেশি ক্রিকেটারদের হাত থেকে জাতীয় পতাকা কেড়ে নেয় ভারতীয় কয়েকজন ক্রিকেটার।
এই কয়েকটা দৃশ্যের মাঝেই সরাসরি সম্প্রচারের মূল ক্যামেরা অন্যদিকটা দর্শকদের সামনে তুলে ধরে। তাতে আড়ালে পড়ে যায় ওই সময়কার ঘটনাটি। পরে অবশ্য ম্যাচ অফিসিয়াল ও দুই পক্ষে কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন, এটা মোটেও ঠিক হয়নি। কারো মুখে ভারতকে নিয়ে কটু কথা। আবার কেউ তাদের শাস্তিও দাবি করছেন আইসিসির কাছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।