বরিশালে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেটলীগের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে মার্চ ২০২১ ০৯:৫৩ পূর্বাহ্ন
বরিশালে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেটলীগের উদ্বোধন

বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো দলের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে সারাদেশের সাথে একযোগে বরিশালে ২২ তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেটলীগের উদ্বোধন করা হয়েছে। 



সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দার। 



এদিকে বিসিবির পরিচালক আলমগীর খান আলো উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ঢাকা মেট্রোর খেলোয়ার সাদমান ইসলাম করোনা আক্রান্ত হলেও তা টীম বা খেলার উপর কোন প্রভাব ফেলবে না। সাদমানকে আইসোলেশনে রাখা হয়েছে। এব্যাপারে সব ধরণের সতর্কতা সুরক্ষা নিশ্চিত করার কথা জানান তিনি। 



উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় শুরু হয় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের খেলা। টসে জিতে ব্যাটিং করে বরিশাল বিভাগ।