কষ্টের মাধ্যমে গুনাহ মাফ- সহীহ বুখারি (৫৬৪২)

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ১২:৪২ অপরাহ্ন
কষ্টের মাধ্যমে গুনাহ মাফ- সহীহ বুখারি (৫৬৪২)

প্রতিনিয়ত আমাদের জীবনে নানা ধরনের কষ্ট, দুশ্চিন্তা, রোগ, উদ্বেগ, কিংবা পেরেশানি আসে, যা আমাদের মানসিক এবং শারীরিকভাবে ভেঙে ফেলে। অনেক সময় মনে হয়, আমাদের একাই কেন এত সমস্যা? অন্যরা কীভাবে সুখী? এসব ভাবনা আমাদের হতাশায় ভাসিয়ে দেয় এবং অনেকেই মনে করে, তারা একা ভুগছে। বিশেষ করে অসুস্থতা কিংবা কোনো ব্যক্তিগত সমস্যা অনুভব করার সময় এ ধরনের চিন্তা অনেকের মনে উঠে আসে।


তবে ইসলামে এইসব কষ্টের মধ্যে আল্লাহর রহমতের এক বিশেষ বার্তা রয়েছে। রাসুল (সা.) বলেন, “মুসলমানের উপর যে সকল যাতনা, রোগব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।” (সহীহ বুখারি ৫৬৪২)। এই হাদিস আমাদের শিখায় যে, প্রতিটি কষ্ট, যাতনা বা পেরেশানি এক ধরনের পরীক্ষা, যার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। জীবনযুদ্ধে যখন আমরা ক্লান্ত এবং অসহায় বোধ করি, তখন এই ধরণের ভাবনা আমাদের মনকে শান্তি দিতে পারে। 


অনেক সময় আমরা নিজের গুনাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি এবং মনে মনে ভাবি, আল্লাহ কি আমাদের মাফ করবেন? এরকম চিন্তা আমাদেরকে আরও হতাশ করে তোলে। কিন্তু কুরআনে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা বলেন, "ও আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।" (সূরা আয-যুমার, আয়াত ৫৩)। আল্লাহ আমাদের এই আশ্বাস দেন যে, তিনি সর্বদা আমাদের ক্ষমা করতে প্রস্তুত, এবং আমাদের দায়িত্ব হল তাঁর দিকে ফিরে আসা এবং তাওবা করা।


এ কারণে, আমরা যখন কোনো সমস্যা বা কষ্টের মধ্যে আছি, তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কষ্টের মুহূর্তগুলো শুধু আমাদের পরীক্ষা নয়, বরং আল্লাহর রহমত ও ক্ষমার এক সুযোগ। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা, কারণ তিনি অসীম দয়ালু এবং পরম ক্ষমাশীল।