সিলেটের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে জানুয়ারী ২০২৩ ০১:৩২ অপরাহ্ন
সিলেটের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

চলমান বিপিএলের সেরা দুই দল আজ (২৪ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এবারের আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ শেষ হওয়া পর্যন্ত গ্রুপের ১ এবং ২ নম্বর পজিশন দখল করে আছে যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল।


দুই দলই সমান ৬ ম্যাচ খেলে ১টি হারের কারণে ১০ পয়েন্ট অর্জন করেছে। এরমধ্যে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে সিলেট তালিকার শীর্ষে রয়েছে। দুই দলের এর আগের সাক্ষাতে সাকিবের বরিশালকে হারিয়েছিল সিলেট।


এদিকে বরিশালের বিপক্ষে ফিরেছেন সিলেটের পারফর্মার তৌহিদ হৃদয়। ইনজুরির জন্য ছিটকে যাওয়া তৌহিদ ফিরলেন তিন ম্যাচ পরে। এছাড়াও দলটি আকবর আলীর বদলে খেলাচ্ছেন টম মুরসকে। প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে এই ইংলিশ ক্রিকেটারের। এছাড়াও প্রথমবারের মতো বিপিএলে সুযোগ মিলছে তানজিম হাসান সাকিবেরও।


ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।


সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), টম মুরস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।