পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩০শে অক্টোবর ২০২২ ০১:১৭ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ১ এর পয়েন্ট তালিকার তলানির দুই দল পাকিস্তান ও নেদারল্যান্ডস। এই দুই দল আজ মোকাবিলা করছে। তার আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা।


রোববার (৩০ অক্টোবর) পার্থে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়।এবারের বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারার পর জিম্বাবুয়ের বিপক্ষেও পরাজিত হয়। অন্যদিকে নেদারল্যান্ডস ভারত ও বাংলাদেশের কাছে হার মানে।


পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ফখর জামান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।নেদারল্যান্ডস একাদশ: স্টিফেন মাইবার্গ, ম্যাক্স ও'দদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ড, রোলেইফ ভ্যান ডার মারউই, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন, ব্রেন্ডন গ্লোভার ও পল ভ্যান মেকেরেন।