নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে মাঠে ঢুকে ভক্তের কান্ড

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ৮ই অক্টোবর ২০২২ ০৮:১৪ অপরাহ্ন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে মাঠে ঢুকে ভক্তের কান্ড

গায়ের পোষাক খুলতে খুলতেই মাঠে ঢুকে পড়েন দর্শক। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ চলাকালীন নিরাপত্তা বেড়াজাল ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন কয়েকজন দর্শক। এমন কাণ্ডে কিছু সময় বন্ধ ছিলো ম্যাচটি।


শনিবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের ইনিংসের সময় স্রেফ একটি শর্টস পরে নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। ফলে গ্যালারিতে শুরু হয় শোরগোল। তাকে ধরতে তার পেছনে ছুটতে থাকেন মাঠের নিরাপত্তাকর্মীরা। মাঠে ঢুকতে ঢুকতে শরীরে থাকা শেষ বস্ত্রটিও খুলে ফেলেন ওই ব্যক্তি। 


কিছুক্ষণ ধস্তাধস্তির পর আটক করা হয় তাকে। তাকে মাঠ থেকে বের করা দেয়ার পর আবারও শুরু হয় খেলা। বেপরোয়া ওই দর্শকের পরিচয় এখনও জানা যায়নি।