পাকিস্তানকে ৭১ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩রা অক্টোবর ২০২২ ১১:১০ পূর্বাহ্ন
পাকিস্তানকে ৭১ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭১ রানের মামুলি টার্গেট দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।সোমবার (৩ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।


ব্যাটিংয়ে নেমে ৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে লতা মন্ডল ও নিগার সুলতানা ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তবে ১৯ বলে ১২ রান করেন লতার বিদায়ের ফের চাপে পড়ে বাঘিনীরা। শেষপর্যন্ত সালমার অপরাজিত ২৪ রানের সুবাধে ৭০ রানে থাকে বাংলাদেশের ইনিংস। টাইগ্রেসদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন জ্যোতি। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয় বাঘিনীরা।


পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন ডায়ানা বেগ ও নিদা দার।এর আগে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছিল টাইগ্রেসরা।


বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা (উইকেটকিপার), নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সোবহান মোস্তারি, সোহেলী আখতার, সানজিদা আক্তার।


পাকিস্তান স্কোয়াড: মুনীবা আলী (উইকেটকিপার), সিদ্রা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।