
প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ২১:০

ক্ষমা চেয়েও পার পেলেন না দিমুথ করুনারত্নে। শাস্তি পেতেই হলো তাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করার দায়ে লংকান ওপেনারকে বড় অংকের জরিমানা করেছে ক্রিকেট শ্রীলংকা (এসএলসি)। গুরুতর অভিযোগে করুনারত্নেকে সাড়ে ৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৬ লাখ ৩১ হাজার টাকা। দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। এর আগে করুনারত্নে এমন জঘন্য কাণ্ড ঘটানোয় অসন্তোষ প্রকাশ করেছেন এসএলসি সেক্রেটারি মহান ডি সিলভা। সেই সঙ্গে তাকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
ইনিউজ ৭১/এম.আর
