রাজিথার এক ওভারেই ফিরলেন লিটন-মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মে ২০২২ ১১:০০ পূর্বাহ্ন
রাজিথার এক ওভারেই ফিরলেন লিটন-মোসাদ্দেক

 ঢাকা টেস্টে ভয়টা দিনের শুরুতে। দিনের প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারলেই ভালো করার সম্ভাবনা থাকে যেকোনো দলের। চলতি টেস্টের প্রথম দিনে শুরুর ৪৫ মিনিটেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পাঁচ উইকেটের তিনজনই সাজঘরে ফেরেন রানের খাতা না খুলে।


আজ দ্বিতীয় দিনের খেলায়ও ডমিঙ্গোর ভয় ছিল প্রথম ঘণ্টা। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছিলেন, ‘আমাদের সব ফোকাস এখন প্রথম সেশনে। আমরা জানি ম্যাচের মোড় ঘুরতে আর দুই উইকেট বাকি। এখানে প্রথম ইনিংসে গড় রান ৩১৪। আগামীকাল এই দুইজন (লিটন-মুশফিক) যদি প্রথম ঘণ্টা পার করতে পারে, তাহলে আমরা সত্যিই ভালো অবস্থানে থাকব। যদি তারা মোসাদ্দেককে নিয়ে ৩০০ তে নিয়ে যেতে পারে... আমরা খুব বেশি দূরে যাওয়ার কথা ভাবছি না। মিরপুরে খেলার গতি ভালো ছিল। আপনি যেকোনো দলকে দুই তিন সেশনে গুটিয়ে দিতে পারেন।’


সেটা আর হয়নি। আধঘণ্টা কাটিয়ে দিলেও ৩৫ মিনিটের মাথায় লিটনকে সাজঘরে ফেরান কাসুন রাজিথা। দলীয় ২৯৬ রানের মাথায় সেকেন্ড স্লিপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ১২৬ রান করা লিটন।লিটনের বিদায়ের পর ব্যাট করতে নামেন ৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। একই ওভারে রাজিথার চতুর্থ বলে উইকেট রক্ষক নিরশন ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯৬ রান। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১২৬ রানে।