বরিশালের বিপক্ষে জয়ের জন্য ঢাকার লক্ষ্য ১৩০ রান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৪শে জানুয়ারী ২০২২ ০২:৪৮ অপরাহ্ন
বরিশালের বিপক্ষে জয়ের জন্য ঢাকার লক্ষ্য ১৩০ রান

আগের দিনে এসে পরের দিনই খেলতে নেমে গেলেন ক্রিস গেইল। এমন ঘটনা আগেও দেখিয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটার। তবে জ্বলে উঠতে পারেননি ঠিকঠাক। ব্যাট হাতে নেমেছিলেন পাঁচ নম্বরে।সোমবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের সংগ্রহ ৮ উইকেটে ১২৯ রান। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫ রান করে ফেরেন শুভাগত হোমের বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে।


এরপর আরেক ওপেনার সৈকত আলীকে ১৫ রানে ফেরান হাসান মুরাদ। তিন নম্বরে নেমে সাকিব আল হাসান রান তুলেছেন ধীর গতিতে। শূন্য রানে আউট হয়ে হতাশ করেছেন তৌহীদ হৃদয়।সাকিব ১৯ বলে ২৩ রান করে ক্যাচ দেন রুবেল হোসেনের বলে। তবে গেইল শুরুতে দেখেশুনে খেললেও শেষ পর্যন্ত ৩০ বলে ৩ চার ও ২ ছয়ে করেন ৩৬ রান। ইশুরু উদানার বলে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।


দলের বিপাকে হাল ধরেন ডোয়াইন ব্রাভো। ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াই করার পুঁজি।ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও ইশুরু উদানা। ১ উইকেট করে নেন রুবেল হোসেন, শুভাগত হোম, হাসান মুরাদ ও মাহমুদউল্লাহ।


সংক্ষিপ্ত স্কোর-


বরিশাল: ১২৯/ ৮


ব্যাটিং: সৈকত(১৫), শান্ত(৫), তোহিদ(০), সাকিব(২৩), গেইল(৩৬), নুরুল হাসান (১), জিয়া(১), জোসেফ(৪), ব্রাভো(৩৩), তাইজুল(৫)।


বোলিং: উদানা(২), শুভাগত(১), রুবেল(১), রাসেল(১), মাহমুদউল্লাহ(১)।