কাল (১৭ অক্টোবর) থেকে ওমানে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। তার আগেই আজ টাইগারদের স্কোয়াডে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আইপিএলের ফাইনাল খেলা শেষ করেই সড়কপথে ওমানের উদ্দেশে যাত্রা করেন সাকিব। মূলত স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই দীর্ঘ যাত্রার পথ বেচে নেন তিনি। ফলে কোয়ারেন্টিন ছাড়াই কেকেআরের বায়োবাবল থেকে সরাসরি বাংলাদেশ দলের বায়োবাবলে প্রবেশ করেছেন। শনিবার সকালে ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
আইপিএলে ১৩ দিনে টানা ৫টি ম্যাচ খেলায় খুব একটা বিশ্রামের সুযোগ পাননি সাকিব। বিশ্রাম নেওয়ার আর সুযোগও পাবেন না। কারণ, আগামীকালই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। যেখানে দলের প্রধান তারকা এই অলরাউন্ডার।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।