ডু-অর-ডাই সমীকরণে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ১২:৪৮ পূর্বাহ্ন
ডু-অর-ডাই সমীকরণে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ৩৮ বল হাতে রেখেই পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। অন্যদিকে স্কটল্যান্ড ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষেই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের কারণে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডেই পয়েন্টের জটিল সমীকরণের সামনে এখন বাংলাদেশ।


স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ায় টাইগারদের পরের দুটি ম্যাচই এখন হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। ওমান ও পাপুয়া নিউগিনির সাথে কেবল জিতলেই হবে না, কামনা করতে হবে অন্য ম্যাচের ফলাফলও যেন আসে নিজেদের অনুকূলে।


এখন ওমান ও স্কটল্যান্ড দু’দুলেরই ২ পয়েন্ট। স্কটল্যান্ডের পাপুয়া নিউগিনির সাথে জয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকায় ধরে নেয়া যেতে পারে যে স্কটিশদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে ওমান যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তবে ওমানের পয়েন্টও হবে ৪। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ যদি শেষ দুটি ম্যাচ জেতে, তার পরেও সুপার টুয়েলভে উত্তীর্ণ হবার জন্য বেশ কিছু যদি-তবে-কিন্তু থেকে যাবে।


এদিকে পাপুয়া নিউগিনিকে বাইরে রাখলে সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকছে বাকি তিন দলেরই। এক্ষেত্রে স্কটল্যান্ড যদি গ্রুপপর্বের তিন ম্যাচই জেতে তবে বাংলাদেশকে বাকি ম্যাচ দুটো জিতলেই চলবে। কিন্তু স্কটল্যান্ড যদি পা ফসকায় তবেই বিবেচনায় আসবে এসব হিসাবনিকাশ।


অন্যদিকে টাইগাররা যদি ওমানের বিপক্ষেও হারে তাহলেও আর হিসাবনিকাশ না করলেও চলবে টাইগারদের! তবে মূল পর্বে খেলতে এখন স্কটল্যান্ডের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে মাহমুদুল্লাহ বাহিনীর।