নাঈমের অর্ধশতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৪শে অক্টোবর ২০২১ ০৫:৩১ অপরাহ্ন
নাঈমের অর্ধশতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

গত এক বছর ধরে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার নাঈম শেখ। বিশ্বকাপে এসেও সেটি বজায় রাখলেন। এক ম্যাচ পর আবারও অর্ধশতকের দেখা পেলেন এই ওপেনার।


তার ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে টাইগাররা। অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এই ফরম্যাটে দীর্ঘদিন পর তার ব্যাট হাসছে।

এর আগে প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নাঈম। তার সেই ইনিংসের ওপর ভর করেই চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।


আজ বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার তাসকিন আহমেদকে বসানো হয়েছে। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। কন্ডিশন বিবেচনায় এই পরিবর্তন বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।