ডাচদের হারিয়ে নামিবিয়ার ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ২০শে অক্টোবর ২০২১ ০৯:৩৯ অপরাহ্ন
ডাচদের হারিয়ে নামিবিয়ার ইতিহাস

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়াইজের হাত ধরে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে নামিবিয়া। এই ব্যাটারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে ৬ উইকেটে।


বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রান করে নেদারল্যান্ডস। জবাবে ডেভিড ওয়াইজের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া। ৬ উইকেটে নেদারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে নামিবিয়া। ৪০ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অলরাউন্ডার ডেভিড ওয়াইজ।


রান তাড়া করতে নেমে স্টিফেন বার্ড আর জেন গ্রিনের জুটিতে আসে ৩২ রান। ১২ বলে ১৫ করে গ্রিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর ১৭ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ৩ ব্যাটসম্যান। ক্রেগ উইলিয়ামস ১৩ বলে ১১ আর বার্ড ২২ বলে ২১ রানের ধীর ইনিংস খেলে আউট হন।


সেই ধাক্কা সামলান ডেভিড ওয়াইজ আর গেরহার্ড এরাসমাস। ২৫ বলে তারা পূর্ণ করেন ৫০ রানের জুটি। ৫০ বলে ৯৩ রানের এই জুটিই ম্যাচ ঘুরিয়ে দেয় নামিবিয়ার দিকে। ২৯ বলে ফিফটি পূরণ করেন ওয়াইজ। এরাসমাস ২২ বলে ৩২ করে যখন ফিরছেন, জয়ের জন্য ১৯ বলে মাত্র ২০ রান দরকার নামিবিয়ার। ডেভিড ওয়াইজ বাকি পথটা সহজেই পাড়ি দিয়েছেন। ৪০ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় খেলেন ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়াইজ। 


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেছেন ম্যাক ও’ডাউড। তার ইনিংসটিই মূলত লড়াকু পুঁজি এনে দেয় নেদারল্যান্ডসকে। ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন স্কট অ্যাডওয়ার্ডস। নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জ্যান ফ্রাইলিংক। ৩৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন তিনি।