সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৪শে অক্টোবর ২০২১ ০৬:৪৫ অপরাহ্ন
সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ

বাংলাদেশ-১৭১/৪। শ্রীলংকা-৭২/৩, ওভার-৯। আশালঙ্কা-৪৪*, ওয়ানিন্দু হাসারাঙ্গা-১*। নাথুন নিশাকা-২২, কুশল পেরেরা-১, অভিষেক ফার্নান্দো-০(আউট)।


টস হেরে ব্যাট করে শ্রীলংকার সামনে ১৭২ রানের ভালো লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারায় লংকানরা। তবে ঝড় তুলে আশালঙ্কা ও নিশাকা ম্যাচ পক্ষে ফেরেন। এরপরই জোড়া আঘাত হানেন সাকিব।


শ্রীলংকা ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা চারিথা আশালঙ্কা ৪৪ রানে ব্যাট করছেন। তাঁর সংগী হাসারাঙ্গা। পাথুন নিশাকা ২৪ করে ফিরেছেন।


এর আগে বাংলাদেশ দলের হয়ে ওপেনার নাঈম শেখ ৫২ বলে ৬২ রানের দারুণ ইনিংস খেলেন। অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম ৩৭ বলে করেন ৫৭ রান।


এছাড়া লিটন ১৬, সাকিব ১০ ও মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ১০ রান আসে। শ্রীলংকার হয়ে চামিকা করুনারত্নে ও লাহিরু কুমারা ভালো বোলিং করেন।