শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন রুবেল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ৯ই অক্টোবর ২০২১ ১১:১০ অপরাহ্ন
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন রুবেল

বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনার সময় যখন শেষদিকে, তখন রুবেল হোসেনকে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক বিবৃতিতে এই পেসারকে অন্তর্ভূক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।


একই পথে হেঁটেছে বাংলাদেশ দলও। তবে দলে পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলের সঙ্গে রুবেল হোসেনকে নেওয়া হয়েছে। যিনি আগে থেকে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে ছিলেন।


স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের স্কোয়াড হওয়ার কথা, সেখানে বাংলাদেশ দলের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। ঠিক কোন প্রক্রিয়ায় রুবেলকে দলে নেওয়া হয়েছে? এ বিষয়ে বিসিবি কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।


নির্বাচক আব্দুর রজ্জাক বলেন, ‘রুবেলকে দলে প্রয়োজন মনে করায় তাকে রাখে হয়েছে। আপনারা জানেন এ মুহূর্তে দলের সঙ্গে সে ওমানেই আছে। স্ট্যান্ডবাই প্রক্রিয়াটা তো অফিশিয়াল না, এজন্য তাকে অফিশিয়ালভাবে দলের সঙ্গে রাখা হয়েছে।’


রুবেলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই দেশে ফিরে আসবেন এই লেগ স্পিন অলরাউন্ডার।


বর্তমানে ওমানে আছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী আজ (৯ অক্টোবর) আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।