মিরপুরে বৃষ্টি থেমেছে, কিছুক্ষণের মধ্যেই টস

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৬ই আগস্ট ২০২১ ০৬:৪৬ অপরাহ্ন
মিরপুরে বৃষ্টি থেমেছে, কিছুক্ষণের মধ্যেই টস

বৃষ্টির কারণে মিরপুরে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হচ্ছিল। অবশেষে সুখবর এলো। বৃষ্টি থামায় উইকেটের কাভার ইতিমধ্যে সরানো হয়েছে।


ফলে কিছুক্ষণের মধ্যেই টস হবে এবং ম্যাচ মাঠে গড়াবে।


দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করার ভালো সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা।



প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে নেয় টাইগাররা। আজ সিরিজের তৃতীয় ম্যাচ জিততে পারলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি জিতবে লাল-সবুজ বাহিনী।