নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনার পর স্বামী নাহিদ হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে, যেখানে নিহত গৃহবধূ রিনা আক্তার (২২) তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। রিনা আক্তার কনস্টেবলের বাড়ির নাদু মিয়ার মেয়ে ছিলেন। তার স্বামী নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ ও রিনা ৪ বছর আগে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা প্রায়ই শ্বশুরবাড়ি আসা-যাওয়া করতেন। গত ১০-১৫ দিন আগে নাহিদ তার স্ত্রীর সঙ্গে একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। সোমবার সন্ধ্যায় নাহিদ স্থানীয় চরচেঙ্গা বাজারে গিয়ে একটি ফার্মেসি থেকে ঘুমের ওষুধ ডিসিপিন-২ কিনে খেয়ে নেন। নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরলে, স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নাহিদ রিনার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রিনার মৃত্যু ঘটে।
এ ঘটনার পর, স্থানীয়রা দ্রুত খবর পেয়ে নাহিদকে আটক করে। সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা জানান, নিহতের স্বজনেরা অভিযুক্ত নাহিদকে ঘরের চৌকিতে শুয়ে থাকতে দেখে এবং তাকে আটক করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্থ অবস্থায় নাহিদ স্ত্রীর ওপর হামলা চালায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।