দেশ থেকে পাচার হওয়া টাকা দেশীয় গোলযোগে ব্যবহৃত হচ্ছে- ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ১২:৫৭ অপরাহ্ন
দেশ থেকে পাচার হওয়া টাকা দেশীয় গোলযোগে ব্যবহৃত হচ্ছে- ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এবং সেই টাকা বর্তমানে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টির জন্য এবং জাতির সংহতি বিনষ্ট করার কাজে ব্যবহৃত হচ্ছে। তিনি এ মন্তব্য করেন সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে। 


ড. ইউনূস বলেন, "এই পরিস্থিতিতে দেশের জাতীয় ঐক্য রক্ষা করতে সবাইকে সচেতন থাকতে হবে।" তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে ঐক্য রক্ষা করতে হবে।" তিনি আরও বলেন, "জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা শক্তিশালী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সফল হয়েছিলাম, কিন্তু তারা এখনো দেশের ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।"


ভাষণে ড. ইউনূস আরো বলেন, “এই সরকার সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতির ঐক্যকে নষ্ট করতে চাচ্ছে এবং একে অপরের প্রতি বিষ ঢালার চেষ্টা করছে।” তিনি দেশের জনগণকে এসব অপপ্রচারে পা না দেওয়ার জন্য সতর্ক করেন এবং বলেন, “তাদের এসব হীন প্রচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”


অধ্যাপক ইউনূসের ভাষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতির ঐক্যের গুরুত্বকে পুনরায় তুলে ধরল। বিশেষত, তিনি যে সাম্প্রদায়িক ও বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছেন, তা বর্তমান রাজনৈতিক পরিবেশে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


তিনি দেশবাসীকে একযোগে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।