ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।
শনিবার (১২ জুন) সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
শুক্রবার (১১ জুন) ডিপিএলের ৪০ তম ম্যাচে একাধিক বির্তকিত কর্মকাণ্ড করেন সাকিব। এলবিডব্লিউ আপিল করার পর আউট না পেয়ে স্ট্যাম্পে লাথি মারেন তিনি। পাশাপাশি আম্পায়ের সঙ্গে অশোভন আচারণও করেন এই স্পিনিং অলরাউন্ডার।
বৃষ্টির শুরুর আগে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন আম্পায়ার। সে সময় দৌড়ে গিয়ে স্ট্যাম্প উপড়ে ফেলেন। অভিযোগ রয়েছে মাঠ কর্মীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন সাকিব। মাঠ ত্যাগের সময় আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বিবাদেও জড়াতে দেখা যায় তাকে।
ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে নেন সাকিব।
ফেসবুকে তিনি বলেন, ‘যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।’
আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে এমনটা হতেই পারে।