বুড়ো’ বয়সে ভেলকি দেখালেন মাশরাফী বিন মোর্ত্তজা। আরও একবার বুঝিয়ে দিলেন ৩৮ বছর বয়সেও ব্রাত্য হয়ে পড়েননি তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে মাশরাফীর ৫ উইকেট শিকারে জেমকন খুলনার কাছে ৪৮ রানে হেরে গেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
পুরনো সেই মাশরাফিই যেন ফিরে এলেন! প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরিয়ে দেওয়া যে মাশরাফি গড়ে দিতেন ব্যবধান। গুরুত্বপূর্ণ সময়ে যিনি আবির্ভূত হতেন ত্রাতা হিসেবে। জেমকন খুলনা আজ (সোমবার) সবই পেলো সাবেক অধিনায়কের কাছ থেকে। মাশরাফি পেলেন ৫ উইকেট, আর খুলনা জিতলো ৪৭ রানে। ফল, প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খুলনা।
শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিংয়ের পর বল হাতে দাপট দেখালো মাহমুদউল্লাহরা। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা গাজী চট্টগ্রামকে ঘায়েল করলো ‘আসল’ ম্যাচে। এই দলটিকেই হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে খুলনা।