প্রকাশ: ৪ জুলাই ২০২০, ২:১৮
ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলায় নতুন করে আজ শনিবার (৪ জুলাই ) ৪ জনসহ ৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকার শাহ আলম ও ইসলামাবাদ এলাকার রফিকুল ইসলাম।কালিকচ্ছ ইউনিয়নের সজল দেব ও সুমন দেবসহ চারজন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। আজ শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন,আজ ল্যাব থেকে নমুনার প্রতিবেদন আসে। নতুন করে আজ ৪ জন করোনা শনাক্ত হয়েছেন বলে জানান।