প্রকাশ: ৪ জুলাই ২০২০, ১৯:৩৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারেও এবার করোনাভাইরাস হানা দিয়েছে। তার জ্যেষ্ঠপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গার্লফ্রেন্ড কিম্বার্লি গিলফয়েলের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। খবর এএফপি’র।সাউথ ডাকোডায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাবা ট্রাম্পের ভাষণ এবং মাউন্ট রাশমোরে আতশবাজি দেখতে যাওয়া ট্রাম্প জুনিয়রের সঙ্গে ডেটিংয়েও দেখা যায় ফক্স নিউজের সাবেক সঞ্চালক কিম্বার্লিকে।
এ ব্যাপারে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অর্থ বিষয়ক কমিটির প্রধান সের্জিও গোর জানিয়েছেন, “কিম্বার্লির অবস্থা ভালো। তার করোনা শনাক্তে রিপোর্ট ঠিক কি-না তা যাচাইয়ে তাকে বিশ্রামে রাখা হয়েছে। কেননা তার কোনো ধরনের লক্ষণ নেই।”