করোনায় আক্রান্ত ফরিদপুর কোতয়ালী থানার ওসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩রা জুলাই ২০২০ ০৪:৪৬ অপরাহ্ন
করোনায় আক্রান্ত ফরিদপুর কোতয়ালী থানার ওসি

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা গেছে। এছাড়াও একই থানার এসআই (দ্বিতীয় কর্মকর্তা) বেলাল হোসাইনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৮৬ জনে। আর জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৫ জনে।

ফরিদপুরের সিভিল সার্জন জানান, ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, দ্বিতীয় কর্মকর্তা (এসআই) মো. বেলাল হোসেন রয়েছে।তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। এর মধ্যে ফলোআপ রয়েছেন ১১ জন।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে কোতয়ালী থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ফরিদপুর সদরে বেশি। ফরিদপুর সদরের অধিবাসীদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে ক্রমবর্ধমান এ ধারা কমবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।