প্রকাশ: ৩ জুলাই ২০২০, ১৫:৪৮
ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় নতুন ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমান সাদী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেননি। গত রবিবার(২৮ জুন) ওই তিন জনই ভোলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো রিপোর্টে আক্রান্তদের পরিপূর্ণ ঠিকানা দেয়া হয়নি। তবে তাঁদের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে একজনকে শনাক্ত করা গেছে। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একটি ঔষধ কেম্পানির রিপ্রেজেনটিটিভ হিসেবে কর্মরত। অন্যদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, ওই ব্যাক্তির বাড়ি উপজেলার কাচিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে। অন্য আক্রান্ত ৪৫ বছর বয়সী ব্যাক্তি তাঁর প্রতিবেশী। অপর ২৬ বছর বয়সী পুরুষ ব্যাক্তির বাড়ির নাম কালু মাঝি বাড়ি উল্লেখ থাকলেও তা উপজেলার কোন স্থানে তা জানা যায়নি। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী জানান, ঠিকানা বের করে সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।