প্রকাশ: ২ জুলাই ২০২০, ৩:১৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউএনও অফিসের একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির নাম মঞ্জুরুল আলম (৪৩)। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১২জন।
পূর্বের আক্রান্তদের ৯ জন ইতো মধ্যে সুস্থ হয়েছেন। দুইজন হোম আইসোলেশনে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে হোম আইসোলেশনে রাখা হবে।